ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ৭ই জুলাই ২০২০ থেকে সেই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে পাশাপাশি ২রা আগস্ট ২০২০ শেষ হতে চলেছে আবেদন গ্রহণ।
- বোর্ডের নাম- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে
- পরীক্ষার নাম - পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস
- পোস্টের নাম - সিভিল জর্জ (জুনিয়ার ডিভিশন)
- মোট শুন্যপদ - ২৬
- আবেদন গ্রহণ শুরুর তারিখ - ৮ই জুলাই, ২০২০
- আবেদন গ্রহণের শেষ তারিখ- ২রা আগস্ট, ২০২০
- আবেদন ফি- ২১০ টাকা (এসসি/ এস্টি/পিডব্লিউডি কোনও ফি লাগবে না।)
- বয়সসীমা- .২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।
- যোগ্যতা - প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক হতে হবে। এছাড়াও, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত থাকার পাশাপাশি বাংলা লেখা, পড়া, কথা বলা জানতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন ---
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊