Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBPSC -জুডিশিয়াল সার্ভিস এ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি



ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ৭ই জুলাই ২০২০ থেকে সেই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে পাশাপাশি ২রা আগস্ট ২০২০ শেষ হতে চলেছে আবেদন গ্রহণ। 

  • বোর্ডের নাম- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে
  • পরীক্ষার নাম - পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস 
  • পোস্টের নাম - সিভিল জর্জ (জুনিয়ার ডিভিশন)  
  • মোট শুন্যপদ - ২৬ 
  • আবেদন গ্রহণ শুরুর তারিখ - ৮ই জুলাই, ২০২০
  • আবেদন গ্রহণের শেষ তারিখ- ২রা আগস্ট, ২০২০ 
  • আবেদন ফি-  ২১০ টাকা (এসসি/ এস্টি/পিডব্লিউডি কোনও ফি লাগবে না।)
  • বয়সসীমা- .২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। 
  • যোগ্যতা - প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক হতে হবে। এছাড়াও, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত থাকার পাশাপাশি বাংলা লেখা, পড়া, কথা বলা জানতে হবে। 

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন --- 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code