করোনার জেরে ব্যহত জীবন যাপন। বাতিল হয়েছে একের পর এক বড়ো পরীক্ষা। সিবিএসই, জেইই ও এনআইআইটি-র মতো বড় পরীক্ষা বাতিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও বাতিল করা হবে বলে ধরে নিয়েছিল পড়ুয়ারা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কেন্দ্র। সমস্ত দাবি উড়িয়ে পরীক্ষা নেওয়ার আয়োজন করতে বলা হয়েছে নির্দেশিকায়। করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় সম্মতি কেন্দ্রের।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে পরীক্ষা নেওয়া নিয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে বলা হয়েছে, ফাইনাল ইয়ার বা চূড়ান্ত সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিতেই হবে। বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না।
এদিনের UGC Revised Guidelines এ বলা হয়েছে সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে প্রটোকল মেনে অফলাইন, বা অনলাইন বা দুই মাধ্যমেই পরীক্ষা শেষ করতে হবে।
ইউজিসি নির্দেশিকায় আগেও বলা হয়েছিল যে, ফাইনাল ইয়ারের পড়ুয়াদের পরীক্ষা নিতেই হবে। পরীক্ষা না নিয়ে পাশ করানো চলবে না।
যদিও পড়ুয়ারা প্রথম থেকেই পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে আসছিল। করোনার জেরে সুরক্ষাবিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, তা নিয়ে সকলেই সংশয় প্রকাশ করছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊