গৌতম সাহা,বীরভূমঃ
গ্রীষ্মকালে রক্তের সংকট প্রতিবছরই দেখা দেয় তবে করোনা আবহাওয়ায় এবছরের রক্তের সংকট তীব্র মাত্রায় দেখা দিয়েছে।গত ২৯ শে জুন তারিখে রামপুরহাটে সাফল্যের সাথে রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ার পর বীবভূম জেলা UUPTWA নেতৃত্ত্বের আয়োজনে ও ব্যাবস্থাপনায় আজকের সিউড়িতে সফলভাবে দ্বিতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। মূলতঃ রক্তের সংকট মেটাতে জেলা স্বাস্থ্য আধিকারিক দের আহ্বানে সাড়া দিয়ে "রক্তদান জীবনদান,রক্তদান মহানদান" এই মহান ব্রতে ব্রতী হয়ে করোনা সংক্রমনের ভয়কে জয় করে এগিয়ে এলেন শিক্ষক- শিক্ষিকারা।প্রায় ৩৫ জন উস্থিয়ান সামাজিক দুরত্ত্ব বজায় রেখে,মাস্ক ব্যাবহার করে আজ রক্তদান করলেন।রক্তদান শিবির পরিচালনা করলেন সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক ডিপার্টমেন্ট।আজকের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল সিউড়ির জেল গেটের বিপরীতে 'গীতশ্রী অনুষ্ঠান ভবন' এ।
পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের একমাত্র অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে UUPTWA তৈরি হবার পর আপামোর শিক্ষক শিক্ষিকারা অকৃত্রিম আবেগ ও আস্থার সাথে UUPTWA এর সাথে আছেন ও ভবিষ্যতে থাকবেন।তার প্রমাণ উস্থিয়ানরা বারবার দিয়েছেন।সমাজের যেকোন কল্যাণমূলক কাজে এক ডাকে সাড়া দেবার সাহস দেখাতে পারেন উস্থিয়ানরা।গত দুবছর ধরে তাদের আন্দোলনের ইতিহাস দেখে আজকের দিনে দাঁড়িয়ে কুর্ণিস করাই যায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে লড়াই, আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে পারার জন্য।অন্যদিকে তাদের সংগঠনের সঙগে যুক্ত "ওয়েলফেয়ার " শব্দের প্রত্যক্ষ ব্যবহারের মূর্ত প্রমাণ তারা করে চলেছে দিনের পর দিন।করোনা পরবর্তী ও অম্ফান ঝড় পরবর্তী তাদের সেবামূলক কাজ বা কোন অসহায় মানুষের জরুরী ভিত্তিক সেবার তারা যেন মহান দায়িত্ত্ব কাঁধে তুলে নিয়েছেন।কোন শিক্ষকের আপদকালীন চিকিৎসার জন্য এক ডাকে দুএকদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকার সহায়তা সেই হাসপাতালে পৌছে যায়।
আজ রক্তদান শিবির করার মাধ্যমে বীরভূম জেলার ধারাবাহিক রক্ত দান করার দ্বিতীয় পর্যায়ে এসে তারা পৌঁছালো।আগামীর প্রস্তুতি শুরু করতে প্রস্তুত বীরভূম উস্থি নেতৃত্ত্ব।কারণ করোনা আবহাওয়ায় যে ভাবে রক্তের ঘাটতি জেলাতে দেখা যাচ্ছে সেই ঘাটতি পুরণের লক্ষে আগামী দিনে আরো বেশি পরিমাণে রক্তদান শিবির আয়োজন করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তারা।
জেলায় জেলায় সমস্ত উস্থিয়ানরা এইভাবে একসাথে এমন মহান কর্মসূচিতে আগামীদিনে অংশগ্রহণ করবে বলেই মনে হচ্ছে।ইতিমধ্যে অন্যান্য জেলায়ও এরকম নানা কর্মসূচী নিতে দেখা গেছে।
আজকের এই মহান কর্মসূচীতে UUPTWA,রাজ্য গভর্নিং বডি বীবভূম জেলা নেতৃত্ত্ব তথা শিক্ষক-শিক্ষিকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊