'সোজা বাংলায় বলছি' তৃনমূলের নতুন প্রচার অভিযান

অন্বেষা বিশ্বাস, কলকাতা: 

সামনেই একুশের নির্বাচন। নির্বাচনের দামামা কার্যত ২১শে জুলাইয়ে বাজিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের লক্ষ্যে সাংগঠনিক স্তরে ঝাড়পোছের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলা চালাবে বাঙালিরাই’ এই বলে নতুন পদক্ষেপ যে নেবেন তা আভাস দিয়েই দিয়েছেন তিনি। ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’-র মতো একাধিক কর্মসূচির পর এবার নিয়ে এল 'সোজা বাংলায় বলছি'।

দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন সিরিজের প্রচার শুরু করলো তৃণমূল। যার নাম 'সোজা বাংলায় বলছি'। রবিবার পোস্ট করা হয়েছে সিরিজটির প্রথম এপিসোড। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টার সময় পোস্ট করা হবে নতুন ভিডিও। বর্তমান পরিস্থিতির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি উঠে আসবে এই সিরিজে। অন্যদিকে পাশাপাশি ন'বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বাংলার উন্নয়নের দিকও দেখানো হবে।


‘সোজা বাংলায় বলছি’ কর্মসূচি-

  • সপ্তাহে তিন দিন একটি করে নতুন ভিডিও সিরিজ ‘সোজা বাংলায় বলছি’ বার করা হচ্ছে। 
  • প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার সকাল ১১টায় একটি এক মিনিটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। আগামী কয়েক মাস চলবে এই সিরিজ।
  • এই ভিডিয়ো সিরিজের উপস্থাপনায় থাকবেন রাজ্যসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
  • সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভাব-অভিযোগ নিয়েও সরব হবে তৃণমূল কংগ্রেস ।