করোনায় আক্রান্ত দেবু টুডু

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 

করোনায় আক্রান্ত হলেন বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু।সাম্প্রতিক দিন কয়েক আগে করোনা পজিটিভ আসে দেবু টুডুর নিরাপত্তারক্ষীর। এর পর করোনা পরিক্ষা করান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও দেবু টুডুর নিরাপত্তা রক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তালা পরে জেলা পরিষদে। বন্ধ থাকে জেলা পরিষদের সমস্ত কাজ কর্ম। 


যদিও পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ দিন দিন বৃদ্ধি পাওয়ায় গত ২২শে জুলাই থেকে পুরো লক ডাউন করা হয়েছে বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ড সহ জেলার অধিকাংশ যায়গায়। এবার তালা পরলো পূর্ব বর্ধমান জেলা পরিষদে।গত কাল রবিবার পর্যন্ত পূর্ব বর্ধমানে করোনা পজিটিভ ছিলো ৫৮২ জন,সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮৭ জন। মৃত্যুর সংখ্যা ১০।তবে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলাতেও।