নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৯ই জুলাই, ২০২০ঃ 

রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি।কোথাও গলায় প্যাকার্ড ঝুলিয়ে,কোথাও বা রান্নার গ্যাস পাশে রেখে উনুনে রুটি শেকে। রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশানুসারে আলিপুরদুয়ার জেলাও পিছিয়ে নেই। গতকাল জেলার নেতৃত্বরা নিজ নিজ বাড়ির সামনে স্বপরিবার অবস্থান বিক্ষোভে সামিল হন।

বৃহস্পতিবারও কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান বিক্ষোভের পথে তৃণমূলের জেলা নেতৃত্ব। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং রেল বেসরকারিকরণের পাশাপাশি করোনা রুখতে কেন্দ্রীয় সরকারের অক্ষমতার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে এদিন সামিল হলেন তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী,বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,টাউন ব্লক সভাপতি বাবলু কর,প্রাক্তন পুর প্রধান দীপ্ত চ্যাটার্জী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

বৃহস্পতিবার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। 

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা। বিজেপি বিরোধী স্লোগানে গর্জে ওঠে পোস্ট অফিস চত্বর। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী জানান,কেন্দ্রীয় সরকার যখন কোভিড -১৯ যুদ্ধে হেরে মানুষকে থালা বাজাতে বলেছে,তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন।মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন।