আচার্যের ভূমিকায় সক্রিয় রাজ্যপাল! পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। বৈঠকের দিনকখন জানিয়ে উপাচার্যদের চিঠি দিয়েছেন তিনি।
রাজ্যপাল টুইট করে জানান, পড়ুয়াদের বিষয়সমূহকে তিনি বরাবরই অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন। করোনার জন্য সকলেই, বিশেষত ছাত্রসমাজের দুশ্চিন্তা বেড়েছে। সমস্যা সমাধানের জন্য উপাচার্য ও সহ উপাচার্যদের সঙ্গে আগামী ১৫ জুলাই বেলা ১১টায় তিনি ভার্চুয়াল বৈঠকে বসবেন।
Student issues are highest priority for me, both as Governor and Chancellor. Covid-19 has generated host of woes and concerns for all including our students.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 7, 2020
For way forward resolution would have VIRTUAL CONFERENCE with all VCs/Pro VCs @MamataOfficial at 11 am on July 15,2020. pic.twitter.com/E1mRWPQMpQ
আগামী ১৫ই জুলাই বেলা ১১টায় মিটিং। রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন ১৩ই জুলাইয়ের মধ্যে যেসকল উপাচার্য বৈঠকে উপস্থিত থাকতে ইচ্ছুক তাঁদের রাজভবনে লিখিতভাবে জানাতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊