আচার্যের ভূমিকায় সক্রিয় রাজ্যপাল! পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। বৈঠকের দিনকখন জানিয়ে উপাচার্যদের চিঠি দিয়েছেন তিনি। 


রাজ্যপাল টুইট করে জানান, পড়ুয়াদের বিষয়সমূহকে তিনি বরাবরই অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছেন। করোনার জন্য সকলেই, বিশেষত ছাত্রসমাজের দুশ্চিন্তা বেড়েছে। সমস্যা সমাধানের জন্য উপাচার্য ও সহ উপাচার্যদের সঙ্গে আগামী ১৫ জুলাই বেলা ১১টায় তিনি ভার্চুয়াল বৈঠকে বসবেন। 


আগামী ১৫ই জুলাই বেলা ১১টায় মিটিং। রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন ১৩ই জুলাইয়ের মধ্যে যেসকল উপাচার্য বৈঠকে উপস্থিত থাকতে ইচ্ছুক তাঁদের রাজভবনে লিখিতভাবে জানাতে হবে।