বিশ্ব এখন করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে ব্যতিক্রম নয় আমাদের দেশ l করোনার ভয়ে কুপোকাত বিশ্ব দৈনিক নতুন রেকর্ড দেখছে। দৈনিক সংক্রমণ বাড়ছে বাড়ছে উদ্বেগ l বহু মানুষ কর্মহীন, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন l তাই এরকম পরিস্থিতিতে নিজের মেয়ের চতুর্থ জন্মদিন অন্যভাবে পালন করলেন শিক্ষক বিপ্লব কুমার বর্মন l
মেয়ে ডোনা বর্মনের জন্মদিনে শতাধিক পরিবারের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু ও সয়াবিনl অভিনব ভাবে সবার হাতে তুলে দিলেন নিম গাছের চারা l পাশাপাশি, সন্মান জানান গ্রামীণ করোনা যোদ্ধাদেরও l
দিনহাটা ২নং ব্লকের কালমাটি এলাকার বাসিন্দা শিক্ষক বিপ্লব কুমার বর্মন ও তাঁর স্ত্রী মৌমিতা রায় বর্মন।
শিক্ষক বিপ্লব বাবু জানান মেয়ের জন্মদিনে প্রতি বছর যেভাবে আয়োজন করেন সেই অর্থ আজ কিছু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে তিনি খুশি l শিক্ষকের এই প্রচেষ্টায় খুশি এলাকাবাসি l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊