প্রায় দুসপ্তাহ আগে করোনা থাবা বসিয়েছে বচ্চন পরিবারে। অমিতাভ, অভিষেক করোনা পজিটিভ হওয়ার পর জয়া বচ্চনে ঐশ্বর্য ও আরাধ্যা-রও করোনা পজিটিভ আসে। প্রাথমিকভাবে বাড়িতে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকলেও পরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ঐশ্বর্য ও আরাধ্যাকে ভর্তি করা হয়। সোমবার দু'জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর একসঙ্গে ছাড়া পেলেন হাসপাতালে থেকে।
তবে, এখনও করোনার থেকে জয়লাভ করতে পারেনি অমিতাভ ও অভিষেক। প্রায় দু'সপ্তাহ ধরে হাসপাতালেই ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। এদিকে, স্ত্রী ও মেয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরায় সকল অনুগামী ও মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন অভিষেক বচ্চন।
Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. 🙏🏽— Abhishek Bachchan (@juniorbachchan) July 27, 2020
Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital. They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊