Latest News

6/recent/ticker-posts

Ad Code

এস এস সি পরীক্ষার দাবিতে ডি আই এর কাছে ডেপুটেশন


নিজস্ব প্রতিনিধি,শচীন পাল: 

২০২১ বিধানসভা ভোটের আগে নতুন এসএসসি র মাধ্যমে নবম - দ্বাদশ  শিক্ষক নিয়োগ করতে হবে, এই মর্মে  বুধবার  পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শিক্ষাদপ্তরে জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ এসএলএসটি (SLST) ক্যান্ডিডেট এসোসিয়েশন। ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে সংগঠনের তরফে কয়েক দফা দাবী সহ স্মারকলিপি জমা দেওয়া হলো। প্রথমে ঠিক ছিলো শহরের পথে মিছিল করে  ডেপুটেশন হবে। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায়  ডি আই অফিস চত্বরে অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে সামিল হন প্রায় ১০০ জন বেকার যুবক যুবতী, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না।

সংগঠনের মূল দাবি গুলি হলো: 

১) ২০২১ বিধানসভা ভোটের আগে নবম - দ্বাদশ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে,

২) সম্পূর্ণ দুর্নীতি মুক্ত প্যানেল করতে হবে,



৩) প্রতিবছর এসএসসি নিতে হবে, 

৪) আনঅফিসিয়াল গেজেটিয়ারটি পর্যালোচনা করে শুধুমাত্র বিষয়ভিত্তিক পরীক্ষা নিতে হবে MCQ সিস্টেমে,

৫) প্রতিটি পরীক্ষার্থীর জন্য  কার্বন কপির ওএমআর শীটের  ব্যবস্থা,করতে হবে,

৬) ২০২০ এর অগাস্ট এর মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে, ২০২০ এর ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷  

 সংস্থার তরফে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন আহ্বায়ক শুভঙ্কর দত্ত,  শঙ্কর সামন্ত এবং সৌমী চৌধুরী।  ডি আই বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানাবেন বলে সংগঠনকে আশ্বস্ত করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই বিষয়ে সরকার কোনো সদর্থক পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code