ভারত-চীন সংঘর্ষে শহীদ বিপুল রায়ের প্রতিকৃতির ভিত্তি প্রস্তর স্থাপন 


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

ভারত-চীন সীমান্তে চীনা সেনাদের আক্রমণে শহীদ আলিপুরদুয়ারের বিন্দিপাড়া গ্রামের সেনা বীর বিপুল রায়ের প্রতিকৃতি স্থাপনের শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হল বুধবার।

শহীদ বিপুল রায়ের স্মৃতিতে স্মৃতিশৌধ করা হবে আগেই জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী। সেই মতো জমি পরিদর্শন করে অবশেষে ডুয়ার্স কন্যার সামনের জমি নির্ধারণ করা হয়।জেলা আলিপুরদুয়ারের ভূমিপুত্রকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিকৃতির ভিত্তি প্রস্তর স্থাপন করা হল আজ।

এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায় সহ তার পরিবার পরিজনেরা।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা,পুলিশ সুপার অমিতাভ মাইতি,ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের রাজ্য উপদেষ্টা মণ্ডলী চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই ভারত-চীন সীমান্তে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনা সেনার মুখোমুখি সংঘর্ষে হয়। সেই সংঘর্ষে শহীদদের মধ্যেই একজন বিপুল রায়।