SER-10,ময়নাগুড়ি,জল্পেশঃ


পূণ্য শ্রাবণে পূণ‍্যার্থী  শূন্য জল্পেশ ধাম। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উত্তর ভূস্কাডাঙ্গার এই জল্পেশ মেলা গোটা রাজ্যেরই প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জল্পেশ মেলা গোটা উত্তরবঙ্গের দ্বিতীয় এবং জলপাইগুড়ি জেলার সবথেকে বৃহত্তম মেলা নামেও পরিচিত। প্রতিবছর ঐতিহ্যবাহী শ্রাবণী মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়।

শিলিগুড়ি,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বাদ দিয়েও নেপাল, ভুটান, বাংলাদেশ এবং অন্যান্য নিকটবর্তী রাজ্য সহ বিভিন্ন জেলার মানুষেরা এখানে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে। কিন্তু এবার করোনার দাপটে জল্পেশ মন্দিরও শুনশান। ব‍্যবসায় ক্ষতি কয়েক কোটি টাকা। 


এবিষয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব বলেন, আষাঢ় মাসের ২০ তারিখ গুরুপূর্ণিমা থেকে শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু করোনার দাপটে এ বৎসর  বন্ধ করে দেওয়া হয়েছে শ্রাবণী মেলা। ক্ষতি কয়েক কোটি টাকা। তবে মানত করা পূণ‍্যার্থীরা যারা মন্দিরে পুজো দিতে আসছে তাদের মাস্ক পরে স‍্যানিটাইজ করে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ জন বা ২০ জনের প্রবেশ করার ব‍্যবস্থা আমরা করেছি।