শ্যামপুর উত্তর চক্র সম্পদ কেন্দ্র কর্মীদের উদ্যোগে স্যানিটাইজ করা হল


অরিন্দম বন্দ্যোপাধ্যায়, হাওড়া 

আজ হাওড়া জেলার শ্যামপুর ২নং ব্লকের অন্তর্গত শ্যামপুর উত্তর চক্র সম্পদ কেন্দ্রের কর্মচারীরা তাদের নিজেদের অফিস চত্বর ও সংলগ্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করে। এরপর অফিসের সমস্ত আসবাবপত্র, কম্পিউটার, জেরক্স মেশিন, বই, খাতা প্রভৃতি জীবাণুমুক্ত করা হয়। এই লকডাউন পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয়ে ছুটি থাকলেও চক্র অফিসে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নানান কাজে আসতেই হচ্ছে। তাই করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বিধি সম্পূর্ণ ভাবে পালন করার এই উদ্যোগ নেওয়া হয়। 


উল্লেখ্য হাওড়া জেলার ৩৪টি চক্রের মধ্যে শ্যামপুর উত্তর চক্র গতবছর জেলা শিক্ষা দপ্তর আয়োজিত 'পাক্ষিক স্বচ্ছতা' কর্মসূচিতে প্রথম স্থান অধিকার করেছিল। চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমিত দাস জানান, "বরাবরই এই চক্র পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং চক্রের কর্মচারীরা নিজেরাই উদ্যোগী হয়ে এই সমস্ত কাজ করেন। এখন করোনা আবহে আরো বেশি করে সচেতনতা অবলম্বন করা হচ্ছে"।