Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংহতিকিট পৌঁছে দেওয়া শুরু হল বাড়িতে বাড়িতে ছাত্রছাত্রীদের কাছে


রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা জ্যোতি বসুর জন্মদিনে তাকে শ্রদ্ধায় স্মরণ করে অশোকনগর কল্যানগড় পৌরসভার ৩ নং ওয়ার্ডে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শুরু হল সংহতি কিট প্রদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন। 

ছাত্র-যুব নেতারা ছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা গোপাল দত্ত,৩নং ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর স্বপ্না নন্দী। 

অনুষ্ঠান স্থল থেকেই কিছু ছাত্রছাত্রীকে এবং তারপর বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের হাতে এই সংহতি কিট তুলে দেওয়া হল। সংহতি কিটে খাতা কলম ছাড়াও ছিল মাস্ক ও স্যানিটাইজার। 

৩নং ওয়ার্ডের ক্ষেত্রে প্রাক্তন কাউন্সিল স্বপ্না নন্দী ও এলাকার মানুষের উদ্যোগে এই কিটে জুড়ে গেল জীবানুনাশক ফিনাইলও। 

গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। অশোকনগর কল্যানগড় পৌরসভার সমস্ত ওয়ার্ডের দুস্থ ছাত্রছাত্রীদের ঘরে ঘরে এই সংহতি কিট নিয়ে পৌঁছাবে এসএফআই এর সাথে যুব আন্দোলনের কর্মীরাও বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code