SER-20,  নিগমনগর, ১৩ জুলাই :

গত কয়েকদিন থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কোথাও বস্তি এলাকায় জল জমে সমস্যার সৃষ্টি হয়েছে তো কোথাও জলের স্রোতে ধসে পড়ছে রাস্তা। দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের নিগমনগর দক্ষিণ-পূর্ব কলোনির একটি পাকা ড্রেনের দেওয়াল গত দুদিনের বৃষ্টিতে ভেঙে পড়ে। ড্রেনটি সরাসরি নিগমনগর বাজার থেকে বানিয়াদহ নদী পর্যন্ত বিস্তৃত। ড্রেনের জলের স্রোতে সংলগ্ন কাঁচা রাস্তা এবং পাশের তিনটি বাড়ির মাটি ধসে পড়েছে। রাস্তাটি বর্তমানে যাতায়াতের অনুপযুক্ত হয়ে পড়েছে।


কলোনির বাসিন্দারা এই ক্ষতিগ্রস্ত রাস্তা এবং পাকা ড্রেন মেরামতের দাবি জানিয়ে আজ সোমবার দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত দাস মহাশয়ের কাছে আবেদন পত্র জমা দেন। প্রধান সাহেব পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন।


কলোনির বাসিন্দা বিজয় রায়, উদয়শঙ্কর সাহা, ভাস্কর পন্ডিতরা জানিয়েছেন, কলোনির বাসিন্দারা এই কাঁচা রাস্তাটি নিগমনগর বাজার ও তৎসংলগ্ন জায়গায় যাতায়াতের জন্য ব্যবহার করেন। অনেক ছাত্রছাত্রী মেইন রোডের ভিড় এড়িয়ে এই রাস্তা ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়  নিগমনগর হাইস্কুলে যাতায়াত করে। করোনার কারনে স্কুল বন্ধ থাকলেও বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পাকা ড্রেনটি দিয়ে বৃষ্টির অতিরিক্ত জল নদীতে গিয়ে পরে। ড্রেন ভাঙার কারনে রাস্তা ও পার্শ্ববর্র্তী বাড়িগুলির মাটিও ধসে পড়েছে। তাই দ্রুত মেরামতের জন্য আমরা স্থানীয় প্রধান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।