সাত সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বাড়ি থেকে দূরে একটি দোকানে ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাসিন্দারা। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। কিন্তু তাঁর স্ত্রীর দাবী তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

ঘটনায় প্রকাশ, গতরাত একটা নাগাদ বন্দোলের বাড়ি থেকে কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যান। সবাই বাইকে করে এসেছিলেন। তারপর সোমবার ভোরের দিকে হেমতাবাদ থানার বালিয়া মোড় এলাকায় একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ট্যুইটারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, 'রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা কমার কোনও লক্ষণ নেই। হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। তার মধ্যে খুনের অভিযোগও রয়েছে। প্রকৃত সত্যি উন্মোচনের জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসাকে ভোঁতা করতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন।'

রাজ্যপাল আরেকটি টুইটে লেখেন, 'বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মৃত বিধায়কের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন রাজ্যপাল।