- দ্বাদশ শ্রেণীর পাঠক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ঘটনা
- ন্যাশনাল কাউন্সেল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ডে ট্রেনিং বা এনসিইআরটি এই পরিবর্তন ঘটিয়েছে বলে খবর
- ২০১৯ সালের ৫ই আগষ্ট কেন্দ্র জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেন কেন্দ্র
![]() |
The National Council of Educational Research and Training (NCERT) has added a chapter on the abrogation of Article 370 and removed content relating to separatist politics in Jammu and Kashmir. |
উপত্যকার বিচ্ছিন্নতাবাদের রাজনীতির অধ্যায় বাদ দিয়ে এবার দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে আসছে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ। ন্যাশনাল কাউন্সেল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ডে ট্রেনিং বা এনসিইআরটি পলিটিক্স অফ ইন্ডিয়া সিন্স ইনডিপেনডেন্সের পাঠ্যক্রমে বদল আনছে বলে জানা গেছে। রাষ্ট্রবিজ্ঞানের উপত্যকার বিচ্ছিন্নতাবাদের রাজনীতি অধ্যায় সরিয়ে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ আনা হচ্ছে সিলেবাসে।
২০২০-২১ শিক্ষাবর্ষে এই বদল ঘটানো হবে বলেই জানা গেছে। অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে সংসদে জম্মু এবং কাশ্মীর-এর বিশেষ মর্যাদা বাতিল এবং পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর ও লাদাখে পরিণত করা হয়েছে। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের একটি বিধানসভা হবে এবং লাদাখের একটিও বিধানসভা থাকবে না। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা থাকা সত্ত্বেও পূর্ববর্তী রাষ্ট্রটি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সাক্ষী ছিল তা তুলে ধরা হয়েছে।
এই অ্ধ্যায়ে বলা হয়েছে জম্মু কাশ্মীর ৩৭০ ধারার নামে বিশেষ কিছু সুবিধা ভোগ করত, তারপরেও সন্ত্রাসবাদ ও কাশ্মীরি পন্ডিতদের ওপর অত্যাচারের জেরে উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন কাশ্মীরি পন্ডিতরা। ২০০২ সাল থেকে জম্মু কাশ্মীরের উন্নয়ন সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে এই অধ্যায়ে।
পাশাপাশি, উল্লেখ থাকবে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদের ভূমিকার কথাও।
১৯৪৭ সালে দেশভাগের সময় জম্মু-কাশ্মীর হরি সিং-এর স্বাধীন রাজত্ব৷ ১৯৪৭ সালের ২২শে অক্টোবর পার্বত্ত্ দুষ্কৃতীর আক্রমণ থেকে বাঁচতে ভারতভুক্তি বা ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ শর্তে ভারতীয় সেনাদের সাহায্য নেন। ৩৭০ নং ধারা অনুযায়ী স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেবার সংস্থান রাখা হয়৷ সে সময়ে বিনা অনুমতিতে কাশ্মীরে কেউ প্রবেশ করতে পারতো না৷
২০১৯ এর ৫ আগস্ট, জম্মু ও কাশ্মীরের অবস্থা পরিবর্তন করার স্মরণীয় সিদ্ধান্তটি নিয়েছিল কেন্দ্র। রাষ্ট্রপতির নির্দেশে সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়। এই ৩৭০ ধারার অবলুপ্তির উল্লেখ এবার থাকবে দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊