রাজ্যের যুব তৃণমূল সভাপতি পদে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়




একুশের ভোটের আগে তৃণমূলে বড়সড় রদবদল


একুশের ভোটের আগে গত ২১শে জুলাই একুশের দামামা বাজিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের ন্যায় এবার ধর্মতলায় বিশাল সমাবেশ না হলেও ভার্চুয়ালে নেতা কর্মীদের বার্তা দেন নেত্রী। আজ তৃণমূলের বড়সড় পরিবর্তন ঘটালেন তিনি। 

অরূপ রায়কে সরিয়ে হাওড়া শহরে তৃণমূল সভাপতির দায়িত্ব নিলেন লক্ষ্মীরতন শুক্ল। নদিয়ার তৃণমূল সভাপতি হলেন মহুয়া মৈত্র। কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। দক্ষিণ দিনাজপুরে অর্পিতা ঘোষকে সরিয়ে জেলা সভাপতির দায়িত্ব পেলেন গৌতম দাস। বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা। ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্মু। পুরুলিয়ায় তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু। কলকাতা উত্তরের যুব তৃণমূল সভাপতি অনিন্দ্য রাউত। কলকাতা দক্ষিণের যুব তৃণমূলে সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত। 

তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতো।রাজ্য কমিটির কোঅর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, একুশের ভোটকে সামনে রেখে ৭জনের কোর কিমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় , ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, গৌতম দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের যুব তৃণমূল সভাপতি পদে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে অভিষেক ব্যানার্জীর সভাপতি করে গঠন হল যুব তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গুলি l
সহ সভাপতি হলেন সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জী, দেবনাথ হাঁসদা, সুপ্রকাশ গিরি ও অর্পণ সাহা l

জেলা ভিত্তিক সভাপতি হলেন (যুব তৃণমূল কংগ্রেস) --- 

আলিপুরদুয়ার - প্রসেনজিৎ কর 
কোচবিহার - অভিজিৎ দে ভৌমিক 
জলপাইগুড়ি - সৈকত চ্যাটার্জী 
দার্জিলিং সমতল -- কুন্তল রায় 
উত্তর দিনাজপুর - গৌতম পাল 

দক্ষিণ দিনাজপুর - অম্বরিশ সরকার 
মালদা - প্রসেনজিৎ দাস 
মুর্শিদাবাদ - ইমতিয়াজ কবির 
নদিয়া ( কৃষ্ণনগর লোকসভা )- জয়ন্ত সাহা 
নদিয়া (রানাঘাট লোকসভা )-প্রসেনজিৎ মণ্ডল 
বীরভূম - বিধান চন্দ্র মাঝি 
বাঁকুড়া - রাজু সিং 
বাঁকুড়া (বিষ্ণুপুর লোকসভা ) - আর্চিন্তা বিদ 
ঝাড়গ্রাম - শান্তনু ঘোষ 
পশ্চিম বর্ধমান - রূপেশ যাদব 

পশ্চিম মেদিনীপুর - প্রসেনজিৎ চক্রবর্তী 
পূর্ব বর্ধমান -রাসবিহারী হালদার 
পুরুলিয়া - সুশান্ত মাহাতো 
কলকাতা উত্তর - অনিন্দ্য কিশোর রাউথ 
কলকাতা দক্ষিণ -বাপ্পাদিত্য দাসগুপ্ত 
দক্ষিণ ২৪ পরগনা - শওকত মোল্লা 

উত্তর ২৪ পরগনা - দেবরাজ চক্রবর্তী 
হাওড়া সদর - অনুপম ঘোষ 
হাওড়া গ্রামীণ - সুকান্ত পাল 
হুগলী লোকসভা -সুমন সরকার 
হুগলি শ্রীরামপুর - অরিন্দম গাইন 
পূর্ব মেদিনীপুর - পার্থ সারথি মাইতি



আরও পড়ুন-আপনার আধার কার্ড VERIFY করেছেন? কিংবা কারো আধার কার্ড নকল কিনা জানবেন কীভাবে?


তৃণমূল রাজ্য সমন্বয় কমিটি 
সুব্রত বক্সী (কনভেনার )
পার্থ চ্যাটার্জী 
সুব্রত মুখার্জি 
কল্যাণ ব্যানার্জী 
শুভেন্দু অধিকারী 
অভিষেক ব্যানার্জী 
সাধন পান্ডে 
ফিরাদ হাকিম 
অরূপ বিশ্বাস 
গৌতম দেব 
কাকলি ঘোষ দস্তিদার 
শান্তা ছেত্রী 
অর্পিতা ঘোষ 
নাদিমুল হক 
হিতেন বর্মন 
মমতা ঠাকুর 
মৃগাঙ্ক মহান্ত 
বিবেক গুপ্ত 
দেবু টুডু 
সুদীপ বন্দোপাধ্যায় ( লোকসভার তৃণমূল এর প্রধান নেতা )
ডেরেক ওব্রেইন ( রাজ্যসভার তৃণমূল নেতা )