জেলাজুড়ে লক ডাউন সক্রিয় করতে জেলা প্রশাসনের উদ্যোগ তুঙ্গে


পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর:

সপ্তাহের প্রথম দিনেই রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণভাবে লকডাউন। সেই লকডাউন সফল করতেই বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন তৎপর ছিল চোখে পড়ার মতো।পাশাপাশি লকডাউন অমান্যকারীদের মোক্ষম দাওয়াই দেওয়ার জন্য প্রতি মুহূর্তে জেলা পুলিশ প্রশাসন ব্যস্ত। জেলাজুড়ে পাশাপাশি গঙ্গারামপুর শহরের ব্যস্ততম জায়গা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে এমনই চিত্র ধরা পরল।




প্রসঙ্গত রাজ্যের করোনা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি বিচার করে ২৩, ২৫ ও ২৯ই জুলাই রাজ্য জুড়ে সম্পূর্ণ লক ডাউনের ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।