Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা পরিস্থিতিতে বিক্রি নেই রাখীর, কপালে চিন্তার ভাঁজ রাখী বিক্রেতাদের

করোনা পরিস্থিতিতে বিক্রি নেই রাখির, কপালে চিন্তার ভাঁজ রাখি বিক্রেতাদের




তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: 

করোনা পরিস্থিতিতে বিক্রি নেই রাখীর। মাথায় হাত রাখী বিক্রেতাদের। সোমবার ঠিক এমনই চিত্র দেখা ঝাড়গ্রাম শহরের ছিমছাম মোড় এলাকার এক দোকানে। 

আর কয়েকদিন পরই আসছে ভাই বোনের আটুট বন্ধনের রাখী পূর্ণিমা। তাই রাখির পসরা নিয়ে দোকানে বসেছে দোকানদাররা। 

কিন্তু করোনা পরিস্থিতিতে দোকানে যাচ্ছেন না কেউই। মন্দার বাজার চলছে। মাথায় হাত রাখী বিক্রেতাদের। ঝাড়গ্রাম শহরের এক রাখি বিক্রেতা বলেন, 'এবারে করোনা আবহে একদমই চাহিদা নেই রাখির।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code