অযোধ্যা রাম মন্দির নির্মাণের কাজ উত্তরবঙ্গের পূণ্যভূমি থেকে গেলো জল-মাটি 


নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়িঃ 
আগামী 5 আগস্ট শুরু হচ্ছে অযোধ্যা রাম মন্দির নির্মাণের কাজ ।  সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্যায়। পশ্চিমবঙ্গের দশটি মঠ-মন্দির থেকেও মাটি সংগ্রহ করা শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সোমবার সেই উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দির থেকে মাটি এবং জল সংগ্রহ করে বিশ্ব হিন্দু পরিষদ।


জানা যায়, জল্পেশ মন্দিরের সংগ্রহ করা মাটি ও জল প্রথমে পাঠানো হবে শিলিগুড়ি বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এবং  সেখান থেকে সরাসরি পাঠানো হবে অযোধ্যায়। পাশাপাশি জানা যায়, কোচবিহারের মদনমোহন বাড়ি, বানেশ্বর, সিদ্ধেশ্বরী, মধুপুর, দিনহাটার মদনমোহন বাড়ি, গোসানিমারি মন্দির সহ বিভিন্ন পুণ্যভূমির মাটি ও জল সংগ্রহ করে পাঠানো হবে অযোধ্যায়। সাথে সগারদিঘি এবং তোর্ষার জলও পাঠানো হবে‌।

এদিন জল্পেশ মন্দির থেকে মাটি ও জল নেওয়ার সময় উপস্থিত ছিলেন, জল্পেশ মন্দিরের  ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব, ট্রাস্টি বোর্ডের সদস্য শৈলেন্দ্রনাথ রায়, রনজিত বর্মন, বিশ্বহিন্দু পরিষদের সহ সম্পাদক বেনু গোপাল রায় সহ অন্যান্যরা।