দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ই জুলাই সোমবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের ডাক দিয়েছেন মোদী। বৈঠক হবে ভার্চুয়ালে। উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীও। 


ওই দিন সকাল সাড়ে দশটার সময় হবে ওই বৈঠক । সূত্রের খবর, ওইদিন রাজ্য গুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি রাজ্যকে কিট ও অন্যান্য সরঞ্জাম তুলে দেবেন প্রধানমন্ত্রী। দেশে ক্রমশ করোনা সংক্রমণ বৃদ্ধি, পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা।