মাধ্যমিকের উত্তরপত্রের রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে নয়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
করোনা আবহের মধ্যেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত ১৫ জুলাই অনলাইনে ফল প্রকাশিত হলেও গত ২২ ও ২৪ জুলাই বিদ্যালয়গুলি থেকে বিতরণ করা হয়েছে মার্কশীট ও সার্টিফিকেট। যদিও জন্য এবার মার্কশীট দেওয়া হবে অভিভাবকদের হাতে, বিদ্যালয়ে আসতে পারবে না কোনো পরীক্ষার্থী। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মাধ্যমিকের উত্তরপত্র রিভিউ এবং স্ক্রুটিনির নতুন নিয়ম জারি করলো। এবার থেকে উত্তরপত্রের রিভিউ ও স্ক্রুটিনীর আবেদনপত্র জমা দেবার জন্য ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর লাগবে না। তার বদলে অভিভাবকের স্বাক্ষর হলেই রিভিউ ও স্ক্রুটিনীর জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে।
শুক্রবার পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে রাজ্যের বিদ্যালয়গুলিকে জানানো হয়েছে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পর্ষদের রিজিওনাল অফিস গুলির মাধ্যমে উত্তরপত্রের রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, মার্কশীটের জেরক্স এবং যে বিষয়ে রিভিউ করবে তার উল্লেখ সহ রিভিউয়ের আবেদনপত্র প্রতিটি বিদ্যালয়ে জমা রাখতে হবে।
এছাড়াও নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের (২০১৯) স্ক্রুটিনি তালিকাতেও শিক্ষার্থীর পরিবর্তে অভিভাবকের স্বাক্ষর থাকবে। স্বাক্ষর করার সময় প্রতিটি অভিভাবককে তার নিজস্ব পরীক্ষার্থীর নাম, পিতা/অভিভাবকের নাম, জন্মতারিখ যাচাই করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকেও পরীক্ষাথীর নির্বাচিত বিষয়সমূহ, লিঙ্গ ইত্যাদির সঙ্গে ভর্তির রেজিস্টার মিলিয়ে দেখতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊