চন্দ্রায়ণ -২ এর বর্ষপূর্তি, অনেক অজানা তথ্য ইসরোর হাতে 

২২ শে জুলাই ২০১৯ সালে পৃথিবীর বুক থেকে যাত্রা শুরু করেছিল



WEB DESK:  

GSLV - MK - III রকেট ৩, ৮৫০ কেজির অরবিটার, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে ২২ শে জুলাই ২০১৯ সালে পৃথিবীর বুক থেকে যাত্রা শুরু করেছিল চন্দ্রমায় পাড়ি দেবার জন্য l

এই চন্দ্রায়ণ ২ এর বর্ষপূর্তিতে অনেক অজানা তথ্য প্রকাশ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো l
২০১৯ এর ২০ শে অগাস্ট চাঁদের কক্ষপথে পৌঁছে যায় চন্দ্রযান l

ল্যান্ডার বিক্রম চন্দ্রমার দক্ষিণ মেরুতে নেমে গিয়ে অজানা সব তথ্য পাঠাতে থাকে পৃথিবীতে l

চন্দ্রায়ণ ২ থেকে যে সব তথ্য ইসরোর হাতে এসেছে সেগুলো প্রকাশিত করা হল - 

চাঁদের মেরু অঞ্চল যে বরফের অস্তিত্ব আছে তার X-RAY চিত্র প্রকাশিত 
স্পেক্ট্রোস্কোপিক মিনারেল ও আর্গন ৪০ এর অস্তিত্ব মিলেছে যা নিয়ে আশাবাদী ইসরো l
চন্দ্রায়ণ ২ মিশন আগামী সাত বছর ধরে চলবে এবং আরও অজানা তথ্য পাওয়া যাবে বলে অভিমত প্রকাশ করেছেন মহাকাশ বিজ্ঞানীরা l 

আগামী অগাস্ট মাসে চন্দ্রায়ণ ২মিশনের সমস্ত কার্যকলাপ সবার জন্য প্রকাশ করা হবে বলে সূত্রে জানা গেছে l