Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছবির অফিসিয়াল পোস্টারেএ প্রতিটি অংশ জুড়ে থ্রিল আর রহস্যের গন্ধ!


ছবির অফিসিয়াল পোস্টারেএ প্রতিটি অংশ জুড়ে থ্রিল আর রহস্যের গন্ধ!


কলকাতাঃ খুন আর রহস্য। টানটান উত্তেজনা নিয়ে কাহিনী ওয়ার্ল্ডস এর পরবর্তী যাত্রা "আরন্যক ও মুদ্রারহস্য"। হ্যাঁ, কাহিনী ওয়ার্ল্ডস আসছে তাদের পরবর্তী ছবি নিয়ে। মুক্তি পেল ছবির অফিসিয়াল পোস্টার। পোস্টারের প্রতিটি অংশ জুড়ে রয়েছে রহস্য আর থ্রিলার গন্ধ৷ 

পরিচালক হিসাবে রয়েছেন অভিজ্ঞান চ্যাটার্জি। ছবিটি প্রযোজনা করছেন পান্ডে মোশন পিকচার্স। ছবিটি বানাচ্ছেন কাহিনী ওয়ার্ল্ডস। অরন্যক হল ছবির কেন্দ্র চরিত্র, যেটিতে অভিনয় করছেন অভিনেতা অরুনাভ দে ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। আরো একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশিকি চক্রবর্তী। 


এছাড়া আরো মুখ্য চরিত্রে রয়েছেন দেবমাল্য গুপ্ত, বিশ্বজিৎ ঘোষ ও তাপস চক্রবর্তী। ছবির এই প্রথম পোস্টার মুক্তির চমকে বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ আলোড়ন পরেছে। বলাইবাহুল্য বাংলা সিনেমায় এই ছবি মানুষের মনে ঘর করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code