লক ডাউন সফল করতে পথে নামল পুলিশ 


কাজল দে, ধূপগুড়ী :

আবারও লকডাউন। সকাল থেকেই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়, কড়া হাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে দমননীতি শুরু হয়েছে। এমনকি লাঠি উঁচিয়ে তারা লকডাউন ভঙ্গ কারীদের ঘরে ফিরতে বাধ্য করছে।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন ঘোষণা করেছিলেন ২৩ই জুলাই ও ২৫ই জুলাই ও ২৯ই জুলাই সারা পশ্চিমবঙ্গে জুড়ে সম্পূর্ণভাবে লকডাউন থাকবে। সেইমতো পুলিশের তরফ থেকেও ধুপগুড়ি শহরে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। 

কিন্তু, দেখা যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় অকারনে মানুষ ঘুরে বেড়াচ্ছেন । কারো মুখে মাস্ক নেই, আবার কেউ কেউ মাস্ক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সমাজের কিছু অংশের মানুষ কিন্তু এখনো সচেতন নয়। অকারনে তারা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছেন। মূলত তাঁদের বাগে আনতে পথে নেমেছে পুলিশ। 

ধুপগুড়ি থানার পুলিশ সকাল থেকেই কিন্তু সক্রিয় ভূমিকা নিয়েছেন। ধুপগুড়ির বিভিন্ন ওয়ার্ডে পুলিশের তরফ থেকে চলছে টহলদারি। পাড়ার মোড়ের বিভিন্ন দোকান গুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। অকারনে ঘুরে বেড়ানো মানুষদেরও বাড়ি ফেরত পাঠিয়েছে পুলিশ। 

পুলিশের এই সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট মহল।