করোনা আতঙ্কে ভিড় নেই চোরচিতা চোরেশ্বর জীউর শিব মন্দিরে


তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: 

প্রতিবছর হাজার ভক্তদের সমাগম হত এই মন্দিরে৷ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভিড় নেই শিব মন্দিরে। ঠিক এমনই চিত্র দেখা গেল গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের চোরচিতা গ্রামের চোরেশ্বর জীউর মন্দিরে। 

মূলত আজই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রতি বছরই এই মন্দিরে জল ঢালতে ঢল নামত ভক্তদের। কিন্তু এবছরের কোরনা পরিস্থিতিতে ভীড় নেই মন্দিরে। 


পুজো দিতে যারাই বা আসছেন তারা প্রশাসনের নির্দেশ মেনে , সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো দিচ্ছেন।