ফের লক ডাউন আলিপুরদুয়ারে 

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 

আলিপুরদুয়ার জেলায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ।গতকালই জেলায় রেকর্ড সংখ্যক কোভিড পজেটিভ ধরা পড়েছে।সেজন্য করোনার সংক্রমণ ঠেকাতে জেলা আলিপুরদুয়ারে লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসনের পাশাপাশি একথা নিজের স্যোশাল মিডিয়া পোস্টে জানালেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লকডাউন কার্যকরী রয়েছে বেশ কিছু দিন ধরে।কিন্তু জেলা আলিপুরদুয়ারে সেভাবে কোন লকডাউন করা হয়নি। দু-একটি ব্লকে লকডাউন ঘোষণা করা হলেও জেলা জুড়ে তা লাগু হয়নি।রাজ্য সরকারের নির্দেশানুসারে গত সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন পালন করা হয়েছে রাজ্যব্যাপী। এবং এসপ্তাহে আগামী বুধবার গোটা রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

কিন্তু হঠাৎ করে শেষ কয়েকদিনে আলিপুরদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় এবার কিছুটা বিপাকে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন।সেজন্য করোনার সংক্রমণ আটকাতে বুধবারের রাজ্য ব্যাপী লকডাউনের পাশাপাশি মঙ্গলবারও লকডাউনের ঘোষণা আলিপুরদুয়ার জেলার বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী'র।

অনেকদিন ধরেই জেলার বিভিন্ন মহল থেকে লকডাউন করবার দাবি জানানো হয়েছে।কিন্তু এবার জেলার এক জনপ্রিয় জনপ্রতিনিধি সহ দুই সাংবাদিক করোনা সংক্রমিত হওয়ায় আতংক ছড়িয়েছে আরও বেশি করে।সেজন্য আগামী দুদিন লকডাউনের ঘোষণা করা হয়।এই লকডাউনের বিষয়ে বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী জানান,আগামী মঙ্গলবার বাজার হাট এবং স্থানীয় লকডাউন। বুধবার আলিপুরদুয়ারে কমপ্লিট লকডাউন হচ্ছে। বৃহস্পতিবার থেকে সামগ্রিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।