২৮শে ফেব্রুয়ারী ২০১৮ সাল থেকে মনপাখি প্রোডাকশন ইউটিউবে পথ চলা শুরু করে সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর বাসিন্দা রফিকুল ইসলামের উদ‍্যোগে। পাশাপাশি তিনি একজন শিক্ষক। পেটলা নবীবকস উচ্চ বিদ‍্যালয়ে ভূগোল বিষয়ে সহশিক্ষক পদে কর্মরত। শুধু গান নয় সাথে সাথে তিনি একজন নাট‍্যকর। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে যায় আপামর দর্শক সাধারন। 

মনপাখি প্রোডাকশন অনবরত নতুন নতুন গানে দর্শক সাধারণের মন ভরিয়ে তুলছে। রফিকুল ইসলামের কথা ও সুরে প্রীতি পাল ও উমা রায়ের কন্ঠে এবার মুক্তি পেলো 'হামরা কোচবিহার বাসী ভাওয়াইয়া গান আছে রক্ততে মিশি'। 

কোচবিহারের মানুষের রক্তে যে ভাওয়াইয়া গান মিশে রয়েছে সেটাই উঠে এসেছে এই গানে। পাশাপাশি, কোচবিহার বেশ কিছু ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন এই গানে। 

শুনুন সেই গান-