নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৯ই জুলাইঃ  

আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের রাজাভাতখাওয়া রেঞ্জে হাতির মৃত্যু। রাজাভাতখাওয়া বনাঞ্চলের ২২ মাইলের গারোবস্তি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ধানক্ষেতে হস্তি শাবকটিকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। সামনে গিয়ে তারা দেখেন যে হাতিটি মৃত। মৃত হাতিকে দেখতে ভিড় জমান রাজভাতখাওয়া অঞ্চলের মানুষ। এরপর বনদপ্তরের কর্মীদের খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করেন। 

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় হাতির আনাগোনা অনেক দিন ধরেই। কিন্তু কোনদিনই এরূপ হাতি মৃত্যুর ঘটনা ঘটেনি চাষের জমিতে। এই ভর বর্ষার মরশুমে বজ্রপাতে হস্তি শাবকের মৃত্যুর অনুমান অনেকেই করছেন। অন্যদিকে হাতি মৃত্যুর বিষয়ে বনবিভাগের কাছে জানতে চাইলে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান,তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। হাতিটির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে। বনদপ্তর সূত্রে খবর হাতি মৃত্যর তদন্ত শুরু করা হয়েছে।