আজকের মুখ সংগীত শিল্পী অনুস্মিতা নাগ 

শুভাশিস দাশ 

 

মন ভালো করার উত্কৃষ্ট দাওয়াই হলো গান । আর এই গান নিয়েই বেড়ে উঠছে উত্তরের সংগীত তারুণ্যের অনন্য মুখ অনুস্মিতা নাগ । 

ছোট বেলা থেকেই গানের প্রতি একটা অদম্য টান ছিলো । বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল তার সেই চাওয়াকে আরো উসকে দিয়েছে । পড়াশুনার সাথে গানের চর্চাও চলছে সমান তালে । 

মা অপর্ণা নাগ সংগীতের প্রথম শিক্ষাগুরু । এরপর উত্তরের বিশিষ্ট সংগীত শিল্পী গৌরী মিত্র র  কাছে তালিম নেয়া । 

দাদুর প্রেরণার কথাও জানাতে ভোলেনি অনুস্মিতা । 

এই বয়সেই পুরস্কার পেয়েছে অনেক । 

গানের সব শাখাতেই  অবাধ বিচরণ অনুস্মিতার । 

আধুনিক নজরুল রবীন্দ্র এবং ক্লাসিক্যাল অনায়াসেই ওঁর  কন্ঠে প্রাণ পায় । 

ইতিমধ্যেই অনুস্মিতার  ইউ টিউব চ্যানেলে গানের শ্রোতা বাড়ছে । 

অনুস্মিতা গানকে আঁকড়ে ধরেই বাঁচতে চায় । ওঁর সুর ছড়িয়ে পড়ুক সংগীত জগতের বিশাল পরিমণ্ডলে এই কামনা আমাদেরও । 

NAME

ANUSMITA  NAG

AGE

21

CITY

DINHATA

FACEBOOK ID

Anusmita Nag

YOUTUBE ID

Musically Biased Anusmita

INSTAGRAM ID

Anusmita.tutul