করোনার উপদ্রব চলছেই। সাধারন থেকে নেতা- নেত্রী, অভিনেতা-অভিনেত্রী কাউকেই যেন ছাড় দিচ্ছে না। এবার করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সেই খবর তিনি নিজেই জানালেন টুইট করে।
বিগত দিনগুলিতে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের তিনি করোনা টেস্ট করানোর ও কোয়ারেন্টিনে যাওয়ার আর্জিও জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, প্রিয় রাজ্যবাসী, আমার কোভিড-১৯ উপসর্গ দেখা যাচ্ছিল। টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সমস্ত সঙ্গীদের কাছে আর্জি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা করোনা টেস্ট করিয়ে নিন, কোয়ারেন্টিনে চলে যান।
मैं #COVID19 की सभी गाइडलाइन्स का पालन कर रहा हूँ। डॉक्टर की सलाह के अनुसार स्वयं को क्वारन्टीन करूंगा। मेरी प्रदेश की जनता से अपील है कि सावधानी रखें, जरा सी असावधानी कोरोना को निमंत्रण देती है । मैंने कोरोना से बचने के हर संभव प्रयास किए लेकिन अनेक विषयों को लेकर लोग मिलते थे।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊