Latest News

6/recent/ticker-posts

Ad Code

তবে এবার খুলছে সিনেমা হল?


তবে এবার খুলছে সিনেমা হল?

অন্বেষা বিশ্বাস: সিনেমা হল বন্ধ। যার জেরে ছবি রিলিজও থমকে গিয়েছে প্রায় ৫ মাস। শুধুই অনলাইন প্ল্যাটফর্মে কিছু সিনেমা রিলিজ হচ্ছে। করোনা মোকাবিলায় সমস্ত সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মার্চের মাঝামাঝি সময়ে। অর্থাৎ লকডাউনের প্রথম পর্যায় থেকেই। 

বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রক আগস্ট থেকেই সিনেমা হল খোলার বিষয়ে সাড়া দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারের কথায় জানা গিয়েছে আগামী মাস থেকে খুলতে পারে সমস্ত সিনেমা হল। 

তবে সিনেমা হল খুললেও মানতে হবে বিভিন্ন বাধানিষেধ। তার জন্যও খসড়া তৈরি করা হয়েছে। টিকিট হবে পেপারলেস, অর্থাৎ অনলাইনে করতে হবে বুকিং। অলটারনেটিভ রো-তে বসাতে হবে দর্শকদের। পাশাপাশি বসার দূরত্ব কম করেও ২ মিটার থাকতে হবে। অন্যদিকে হলটিকে নিয়মিত স্যানিটাইজ করার কথাও বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code