যাদের হাতে স্মার্ট ফোন তাঁরা প্রায় সকলেই চান সেলফি তুলতে। আর সেলফি তুলতে গিয়ে নানা বিধ সমস্যার মুখোমুখি হয়েছে মানুষ, প্রাণ সংকটে পর্যন্ত পড়তে হয়েছে তা একাধিকবার দেখেছি আমরা। তবুও পিছু ছাড়েনি সেলফির নেশা। এমনই এক ঘটনা ঘটালো দুই তরুণী। মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, কলেজ ছাত্রী ছয় তরুণী লক ডাউন হালকা হওয়ার ফলে বনভোজনে যান নদীর ধারে। নদীর মাঝে থাকা পাথরে দাঁড়িয়ে সেলফি নিতে পৌঁছে যান দুই তরুণী। কিন্তু সামান্য পরেই হঠাৎ জলের স্রোত বাড়তে শুরু করে নদীর। অল্প সময়েই ফুলে-ফেঁপে ওঠে। ফলে সেখান থেকে ফিরে আসতে ভয় পেয়ে বাকি চার বন্ধুকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারাই খবর দেয় পুলিশে।
 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিসকর্মীরা। উদ্ধারকার্যে নামেন ১২ জন পুলিসকর্মীদের একটি দল। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। তাঁদেরই তত্পরতায় উদ্ধার করা হয় দুই ছাত্রীদের। সেলফির জন্য এমন ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি বলেও মনে করছেন তাঁরা। ওই দুই তরুণী পুলিশকর্মীদের ধন্যবাদ জানান।