Airtel Launches Free Coupons For Prepaid Customers; Offering Data Up To 6GB
Reliance Jio-কে টেক্কা, সম্পূর্ণ বিনামূল্যে ৬ জিবি ডেটার অফার দিচ্ছে Airtel
TELECOM NEWS:
সম্প্রতি Airtel-এর তরফে 'FREE DATA COUPON' অফার চালু করা হয়েছে। যে সব গ্রাহকেরা Airtel Thanks অ্যাপ ব্যবহার করে ২১৯ টাকা বা তার বেশি আনলিমিটেড প্ল্যান রিচার্জ করে থাকেন, তারাই উপভোগ করতে পারবেন বিনামূল্যে ৬ জিবি অবধি ডেটার অফার এমনটাই জানা যাচ্ছে।
Airtel গ্রাহকরা যে অতিরিক্ত ৬ জিবি ডেটা উপভোগ করতে পারবেন, তার বৈধতা হবে ৮৪ দিন পর্যন্ত।
কিন্তু কীভাবে পাবেন এই অফার?
My Airtel অ্যাপের My Coupons সেকশন থেকে অফারটি পেতে পারেন। যদিও সংস্থার তরফে এ-ও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এই অফারটি কেবলমাত্রই কিছু প্রি-সিলেক্টেড ইউজারদের জন্য। অর্থাৎ যাঁদের ফোনে এই সংক্রান্ত বিনামূল্যে ৬ জিবি ইন্টারনেট উপভোগ করার মেসেজ পাবেন, তাঁরাই উপভোগ করতে পারবেন।
- গ্রাহকরা ২১৯ টাকা, ২৪৯ টাকা, ২৭৯ টাকা, ২৯৮ টাকা, ৩৪৯ টাকা বা ৩৯৮ টাকার প্ল্যান রিচার্জ করলে ১ জিবি ডেটার দুটি কুপন পাবেন। অর্থাৎ মোট ২ জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। এই ডেটার বৈধতা ২৮ দিন।
- ৩৯৯ টাকা , ৪৪৯ টাকা এবং ৫৫৮ টাকার প্ল্যান বেছে নিলে পাওয়া যাবে ১ জিবি ডেটার চারটি কুপন, যেগুলির মেয়াদ হবে ৫৬ দিনের জন্য।
- ৫৯৮ টাকা এবং ৬৯৮ টাকার প্রিপেইড প্ল্যানগুলি রিচার্জ করবেন, তাঁরা ১ জিবি ডেটার ছয়টি কুপন পেয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊