Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ছে সংক্রমণ-ফের লকডাউন দিনহাটায়


নন্দিতা গোস্বামী, দিনহাটাঃ 

ফের লকডাউন দিনহাটায়, নতুন করে করোনা সংক্রমণ দেখা দিতেই আগামীকাল( শুক্রবার) থেকে আগামী বুধবার পর্যন্ত পূর্ণ লকডাউন ঘোষণা করল দিনহাটা মহকুমা প্রশাসন। 



ইতিমধ্যেই দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় এক এর পর এক মিলছে করোনা সংক্রামিতের হদিশ, তাই নতুন করে আবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে।

বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন- "দিনহাটার অধিকাংশ মানুষেরইচ্ছের মর্যাদা দিতে এই সিদ্ধান্ত।"


তবে এই সিদ্ধান্ত সরকারি নয়, শহরের ক্লাব গুলিকে নিয়ে একটি  সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে ১৭ জুলাই বিকাল 2 টা থেকে আগামী ২২ জুলাই বুধবার রাত 10 টা পর্যন্ত দিনহাটা শহর সম্পূর্ণ লকডাউন  থাকবে । সমস্ত জরুরী পরিষেবা খোলা থাকবে। 

বিস্তারিত শুনুন ভিডিওতে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code