রবীন্দ্রনাথ বর্মন, সিতাই, ১৬ জুলাই :
পৃথিবীকে সামিয়ানা(গাছ ) দিয়ে আবৃত্ত করার ক্ষুদ্র প্রচেষ্টায় সিতাই ব্লক মহিলা কংগ্রসের সভানেত্রী সংগীতা রায় বসুনীয়া। বৃহস্পতিবার তিনি গাছ লাগানোর শুভ সূচনা করলেন সামিয়ানা কর্মসূচীর মাধ্যমে। সিতাই ব্লকের ৫ নং জিপিতে ১০০০০ হাজার গাছ লাগানো হবে পরিকল্পনা গ্ৰহন করছে তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি বলে জানা গেছে।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা নেত্রী সুচিস্মিতা দেবশর্মা ও সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া।
দেখুন ভিডিও -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊