SER-20, ১৬-ই জুলাই :

নাজির হাট-বড় শাক দল এস.এফ.আই কমিটির পক্ষ থেকে এবারের মাধ্যমিকে সবুজপল্লী হাই স্কুলের কৃতী ছাত্র অমিত মহন্ত কে সম্বর্ধনা দেওয়া হল। অমিত মহন্তের প্রাপ্ত নম্বর৬৫৩। 

স্কুলে প্রথম স্থান অধিকার করছে। অতিসাধারণ পরিবারের ছেলে অমিত । গ্ৰামের নাম বড়শাকদল মিরেরকুটি। পিতা যতিন মহন্ত পেশায় শ্রমিক,লকডাউনে কাজ হারিয়ে বাড়িতে বসে আছে। তার স্বপ্ন বিজ্ঞান নিয়ে পড়ার। বাড়িতে আথিক অনটন থাকায় দূর চিন্তায় পড়ে যায় অভিভাবক। আগামী শিক্ষাবর্ষের যাবতীয় দায়িত্ব ভার নিলেন SFI বড় শাক দল অঞ্চল ইউনিট।



এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস.এফ.আই বড়শাকদল আঞ্চলিক কমিটির সভাপতি তথা জেলা কমিটির সদস্য কপিল রায়। বড় শাক দল অঞ্চল কমিটির সভাপতি বুবুনি বর্মন। সম্পাদক প্রদীপ বর্মন প্রমুখ।