এয়ারটেল, জিও এবং ভোডাফোনের কিছু বিশেষ প্ল্যান
এয়ারটেল
৩৯৮ টাকার প্ল্যান
- ১০০ ফ্রি এসএমএস
- আনলিমিটেড কলিংয়
- মেয়াদ ২৮ দিনের
- ৩জিবি করে ডেটা
- সঙ্গে জি৫, এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন।
জিও
৩৪৯ টাকার প্ল্যান
- রোজ ৩জিবি করে ডেটা
- ভ্যালিডিটি ২৮ দিনের
- জিও থেকে জিও আনলিমিটেড কলিং
- নন-জিও নেটওয়ার্কে ফোন করতে গেলে ফ্রি ১০০০ মিনিট।
- রোজ ১০০ ফ্রি এসএমএস করতে পারবেন।
- জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন।
ভোডাফোন
৩৯৯ টাকার প্ল্যান
- এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিন
- রোজ পাবেন ১০০ ফ্রি এসএমএস
- ১.৫জিবি+১.৫জিবি ডেটা
- আনলিমিটেড কলিং
- জি৫ ও ভোডাফোন প্লের ফ্রি সাবস্ক্রিপশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊