করোনা আবহের মাঝেই গতকাল প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের (WBCHSE) ফল। রেকর্ড সংখ্যক ছাত্র ছাত্রী ভালো ফল করেছে। যদিও এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনদিনের পরীক্ষা করোনা অতিমারির জেরে স্থগিত হয়ে যায়। ফলে ফল কবে প্রকাশ হবে এনিয়ে নানান চিন্তা পরীক্ষার্থীদের মনে থাকলেও সব চিন্তাকে দূর করে প্রকাশিত হয় ফল।
তবে এবছর কোনও মেধা তালিকা প্রকাশ করেনি বোর্ড (WBCHSE)। এবছর উচ্চমাধ্যমিকে রেকর্ড পাসের হার ৯০.১৩% । ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদের পাসের হার ৯০ শতাংশের বেশি। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী।
৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬। গতবারের তুলনায় উচ্চমাধ্যমিকে পাসের হার বেড়েছে ৩.৮৪%। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮.৮৩%। উচ্চমাধ্যমিকে বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২%। উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪%। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।
এদিকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যাসাগর ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্পষ্ট করে জানাতে যে যাদের পরীক্ষার ফলাফলের মন্তব্যে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন (contact your institution) এসেছে তাঁরা সকলেই সম্ভবত অকৃতকার্য বলে বিবেচিত হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊