SPORTS REPORTER, SANGBAD EKALAVYA:
করোনা সংক্রমণের কারনে অনেক আন্তর্জাতিক (international) ক্রীড়া (sports) টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। অলিম্পিকের মতো ব্রো প্রতিযোগিতাও আয়োজন করা যায়নি। সেখানে ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লীগ IPL মিয়া একটা চাপা সম্ভাবনা ছিলোই। ভারতীয় বোর্ডও তাকিয়ে ছিল এবছরের অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের দিকে। অনেক জল্পনা শেষে সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC) বোর্ড মিটিংয়ে এবছরের ICC টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আর এই স্থগিতাদেশের সঙ্গে সঙ্গে উজ্জ্বল হল চলতি বছর আইপিএল আয়োজনের সম্ভাবনা। আইপিএল নিয়ে রূপরেখা ঠিক করতে মাঠে নেমে পড়ল বিসিসিআই।
আইপিএল ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত। যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা স্থগিত রাখতে হয়. বিসিসিআই পরিকল্পনা করেই রেখেছিল বিশ্বকাপ বাতিল হলে ওই উইন্ডোতে আইপিএল করা হবে।
আইসিসির বিশ্বকাপ (worldcup) নিয়ে ঘোষণার পর আইপিএল আয়োজনে বিসিসিআইয়ে আর কোনও বাধা রইল না। বিশ্বকাপ বাতিলের আভাস থাকায় আগে থেকেই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
দেশের মাটিতে না হলে, পছন্দ করে রাখা হয়েছে আরব আমিরশাহির নামও। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলাগুলি হতে পারে। প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আইসিসির বৈঠকের পর ক্রিকেট বিশেষজ্ঞরা নিশ্চিত যে, চলতি বছরেই বসতে চলেছে আইপিএলের আসর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊