ব্যাঙ্ক পরিসেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি
আনলক ফেজ-২ দেশ জুড়ে শুরু হলেও করোনার সংক্রমণ কিছুতেই শেষ হচ্ছে না। দিনের পর দিন নতুন রেকর্ড গড়ে এগিয়েই চলছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচীব আলাপন বন্দোপাধ্যায় l
এই উদ্বেগজনক পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গে এখন থেকে সপ্তাহে ২ দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন। পরের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন।’
একই সাথে ব্যাঙ্ক নিয়েই জারি হলও গুরুত্বপূর্ণ নির্দেশিকা। রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে"Negotiable Instrument Act 1881" এর 25 নং ধারা অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মাননীয় রাজ্যপাল ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্যাংকের শাখায় সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের সঙ্গে বাকি শনিবারও সাধারণ ছুটির দিন হিসেবে গণ্য করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊