নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বর্ষার দ্বিতীয় ইনিংস শুরু।সপ্তাহ দুয়েক আগে রেকর্ড বৃষ্টি দেখেছিল জেলা আলিপুরদুয়ার।৩০০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ দায়ের হয়েছিল হওয়া অফিসের খাতায়।যা স্বাভাবিকের চেয়ে ১৬ গুন বেশি।আর দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে শুক্রবার থেকে।
মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে আলিপুরদুয়ার সহ কোচবিহার এবং উত্তরের অন্যান্য জেলার ওপর।আবহাওয়া দপ্তর জানিয়েছে ১০০-২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার,কোচবিহারে।
এখানেই শেষ নয়।পাহাড়ে বৃষ্টি হওয়ায় উত্তরের জেলাগুলো দিয়ে বয়ে চলা নদীগুলোও জলে টইটুম্বুর।তিস্তা সহ বিভিন্ন নদীগুলোতে জারী করা হয়েছে লাল সতর্কতা।বড় নদীগুলোতে জলস্তর বাড়ায় ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে ছোট নদী-নালাতে।
আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার শুকটি নদীর জল সেতুর উপর দিয়ে বইছে।এছাড়াও মাদারিহাটের বাংরি নদীও ফুঁসছে।আলিপুরদুয়ারের নোনাই,কালজানি নদীর জলস্তর বেড়েছে বাস খানিকটা।পূর্বাভাস আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হবে জেলায়।
এভাবে বৃষ্টি হতে থাকলে আলিপুরদুয়ার জেলার নিচু অঞ্চলগুলো জলে ডুবতে পারে বলে আশঙ্কা।প্রশাসন বিপদের আঁচ বুঝে তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊