করোনা আবহের মাঝেই প্রায় মাস চারেক পর শুরু হয়েছে ক্রিকেট। কিছু নিয়মনীতির পরিবর্তন করে সাউদাম্পটনে দর্শকশূন্য মাঠে চলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড এর মাঝে তিন টেস্ট সিরিজের প্রথমটি। বিশ্বজুড়ে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ইংল্যান্ডের ক্রিকেট টিম "রাইস দ্য ব্যাট" নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। সেই উদ্দেশ্যেই ইংল্যান্ড ক্রিকেটি দলের স্ট্যান্ড বাই অধিনায়ক আজ ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বিকাশ কুমারের নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন। 


আজ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) এর ডাক্তারদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে। এই NHS এর ক্রিটিকাল কেয়ার সার্ভিস ইউনিটে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বিকাশ কুমার যিনি দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ থেকে অ্যানাস্থেসিয়া বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন। তিনি জানিয়েছেন, "স্টোকস ও অন্যান্য ক্রিকেটারদের বার্তায় আমি আপ্লুত । এই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন । এই সম্মান শুধু আমার নয়, গোটা স্বাস্থ্য বিভাগের জন্য।"