গত ২৩ মার্চ কেন্দ্রের ক্রেতা বিষয়ক মন্ত্রক করোনা মহামারির পরিপ্রেক্ষিতে সরবরাহ বৃদ্ধি ও মজুত রুখতে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে ১০০ দিনের অত্যাবশ্যক পণ্য হিসেবে ঘোষণা করেছিল। এবার ১৯৫৫-র অত্যাবশ্যক পণ্য আইনের আওতার হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ককে অত্যাবশ্যক পণ্যের আওতার বাইরে রাখা হল।
ক্রেতা সংক্রান্ত বিভাগের সচিব লীনা নন্দন গত মঙ্গলবার বলেছেন, এই পণ্যগুলির সরবরাহ এখন পর্যাপ্ত। এ কারনেই এগুলিকে অত্যাবশ্যক পণ্যের আওতার বাইরে রাখা হল। তিনি আরও বলেন, ৩০ জুন পর্যন্ত এই দুটি পণ্যকে অত্যাবশ্যক পণ্য বলে ঘোষণা করা হয়েছিল। দেশে এর পর্যাপ্ত সরবরাহ থাকায় এর মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।
দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় মাস্ক ও এন৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় নিয়ে আসার ফলে রাজ্যগুলি উত্পাদন, বন্টন ও দাম নিয়ন্ত্রণ, সেইসঙ্গে মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পেয়েছিল।
রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। তিনি জানান, সমস্ত রাজ্যগুলির কাছ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, এই দুটি সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরবরাহ সংক্রান্ত কোনও উদ্বেগ নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊