বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সেমিনার অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটা গালাগাল দেয়, আপনাদের ফেসবুক নেই? আপনারা করতে পারেন না? আপনারা করবেন না? ”

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কাল নাগিনীর সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কাল নাগিনীর কামড়ে মানুষ যেভাবে মারা যায়, তেমনি একইভাবে মানুষ নির্মলা সীতারমনের কারণে মারা যাচ্ছে। তিনি অর্থনীতি ধ্বংস করেছেন। তাঁর লজ্জিত হওয়া উচিত এবং পদ থেকে পদত্যাগ করা উচিত। তিনি হলেন সবচেয়ে খারাপ অর্থমন্ত্রী ।"

এদিন তিনি তাঁর ফেসবুকে দিলীপ ঘোষকে লক্ষ্য করে বলেন- "আমি আপনাকে বলছি যে আপনি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জোকার হয়ে গেছেন। রাঁচি খড়গপুরের খুব কাছে। একটি ভাল হাসপাতাল আছে এবং আপনার সেখানে একটি চিকিত্সা প্রয়োজন।"

প্রসঙ্গত গত পরশু দিলীপ ঘোষ কল্যাণ ব্যানার্জী উদ্দেশ্য করে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন-"তৃণমূলের নেতাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে | দুর্নীতি হিংসা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো তৃণমূল পার্টিটা আজ জর্জরিত | পার্টি এবং সরকার ,কারো উপরেই মমতা ব্যানার্জির কোন নিয়ন্ত্রণ নেই , রোজ নিজেদের মধ্যে খুনোখুনি হচ্ছে |কল্যাণ ব্যানার্জির মত সিনিয়র নেতারাও অসংলগ্ন কথাবার্তা বলছেন , সাধারণ মানুষ খুব মজা পাচ্ছেন |"

কার্যত কল্যাণ ব্যানার্জী এদিন তারই জবাব দিলেন বলেই মনে করা হচ্ছে। 



বিস্তারিত ভিডিওতে-