Web Desk News:
করোনায় সুস্থ হওয়া রোগীর প্লাজমা প্রয়োগে সেরে উঠছেন করোনা রোগীরা। তাই রোগীদের মধ্যেও বাড়ছে প্লাজমার চাহিদা। সেই চাহিদা মেটাতে এবার বেসরকারি উদ্যোগে প্রথম কলকাতায় প্লাজমা ব্যাঙ্ক চালু হচ্ছে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

আজ (সোমবার) থেকেই এই ব্যাঙ্ক চালু হয়ে যাবে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে COVID হাসপাতাল বলে ঘোষণা করার পর এখানেই প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয়। তবে তা ছিল সরকারি উদ্যোগে। 

কিন্তু রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যু রুখতে এগিয়ে আসছে বেসরকারি হাসপাতালও। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।  হাসপাতালের চেয়ারম্যান অলোক রায় বলেন, ”করোনায় যে কোনও প্রকারে মৃত্যু ঠেকানোই আমাদের উদ্দেশ্য। তার জন্য এই প্লাজমা ব্যাঙ্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পশ্চিমবঙ্গ সরকার এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির যৌথ উদ্যোগে প্লাজমা থেরাপি এখন ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে রয়েছে। রাজ্যের প্লাজমা ব্যাংক দিল্লির পরে দেশের মধ্যে দ্বিতীয়তম প্লাজমা ব্যাঙ্ক। আজ মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হবে বলে জানা গেছে।