আজ মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক, আনলক ৩ নাকি আবার লক ডাউন?
অন্বেষা বিশ্বাস :
করোনা আবহে দেশে সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। একাধিক রাজ্যে কোথাও সাপ্তাহিক ভাবে, কোথাও কন্টেইনমেন্ট জোনগুলিতে সম্পুর্ণ লকডাউন চলছে। সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আনলক ৩ পর্ব চালু করতে রাজি রাজ্যগুলি। দ্বিতীয় পর্যায় শেষ হচ্ছে আগামী ৩১ জুলাই। তাই এখন থেকেই তৃতীয় পর্যায়ের নির্দিষ্ট বিধি তৈরির প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে এখনই সম্পুর্ণ দেশে একসঙ্গে আনলক ৩ পর্ব চালু করা সম্ভব নয়। কিছু রাজ্যও চাইছে তাদের কম সংক্রমণ থাকা শহর গুলিতে আনলক ৩ পর্ব চালু করে দিতে।
আজ সোমবার, সেই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠক আয়োজিত করা হয়েছে।
করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মুম্বাই সহ আরও বিভিন্ন রাজ্যে। নতুন ল্যাবরেটরি চালু করতে চলেছে আইসেএমআর। আজ সেগুলি উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সপ্তাহে দু'দিন লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশেও সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার সূত্রে খবর আনলক ৩ নিয়ে রাজ্যগুলির উপর কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। কেন্দ্রই একটি গাইডলাইন তৈরি করবে আজকের বৈঠকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊