Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিদিন ১০ লক্ষ টেস্ট করার লক্ষ্যমাত্রা স্থির করেছি আমরা- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী 


প্রতিদিন ১০ লক্ষ টেস্ট করার লক্ষ্যমাত্রা স্থির করেছি আমরা- প্রধানমন্ত্রী 

ওয়েবডেস্ক

সোমবার বিকেলে দিল্লি থেকে ভার্চুয়ালে আইসিএমআরের হাইটেক ল্যাবরেটরি কলকাতা, মুম্বই ও নয়ডায় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পাশাপাশি, ভার্চুয়াল এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ও যোগী আদিত্যনাথ। কেন্দ্রের দাবি করোনার পাশাপাশি এইচআইভি, ডেঙ্গির মতো সংক্রামক রোগেরও পরীক্ষা করা যাবে এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়ছে কোটি কোটি দেশবাসী। টেস্ট ল্যাব চালুর ফলে আরও শক্তিশালী হবে সেই লড়াই। মুম্বই, কলকাতা, নয়ডা অর্থনীতির অন্যতম ভিত্তি।’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘প্রথম থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাই ভারতে মৃত্যুর হার তুলনায় অনেক কম।’ 

তিনি আরও বলেন, ‘দেশে সুস্থতার সংখ্যা প্রায় ১০ লক্ষে পৌঁছেছে। শুরুতেই ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। দেশে ১১ লক্ষের বেশি আইসোলেশন বেড রয়েছে। দেশে ১৩০০ ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিন ১০ লক্ষ টেস্ট করার লক্ষ্যমাত্রা স্থির করেছি আমরা।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code