করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনার পরই হাওড়া। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত হাওড়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৯২। মৃত্যু হয়েছে ১০৯ জনের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের সমস্ত কনটেনমেন্ট জোনে ফের লকডাউনের ঘোষণা করেছে নবান্ন।

জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় মোট ৫৬টি কনটেনমেন্ট জোন। লকডাউন কার্যকর করতে বুধবার থেকে পথে নেমেছে পুলিশ। কনটেনমেন্ট জোনে ঢোকা বেরোনোর রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

কনটেনমেন্ট তালিকার রয়েছে-
  • হাওড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রসিককৃষ্ণ ব্যানার্জী লেন, কৃষ্ণতরণ নস্কর লেন। 
  • ১১ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা রায় লেন। 
  • ১২ নম্বর ওয়ার্ডের উপেন্দ্রনাথ মিত্র লেন। 
  • ২৯ নম্বর ওয়ার্ডের পিকে ব্যানার্জী রোড, হাট লেন, রাউন্ড ট্যাঙ্ক লেন, এমজি রোড, তেলকল ঘাট রোড, আরবিসি রোড, চিন্তামণি দে রোড। 
  • ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ণচন্দ্র মুখার্জী রোড। ..
  • ৪৭ নম্বর ওয়ার্ডের ধার্সা, পঞ্চাননতলা, চড়কডাঙা, জিআইপি কলোনি। 
  • ৫৭ নম্বর ওয়ার্ডের পালঘাট লেন। 
  • ৫৮ নম্বর ওয়ার্ডের রাজন শেঠ লেন। 
  • ৬৩ নম্বর ওয়ার্ডের সত্যসাধন ধর লেন।

  • উলুবেড়িয়া পুরসভার 
  • ২০ নম্বর ওয়ার্ডের কুশবেড়িয়া মণ্ডলপাড়াও কনটেনমেন্ট জোন। 
  • বালি জগাছার এনআইএসসিও হাউজিং কমপ্লেক্স, 
  • পাঁচলার বেলডুবির নস্করপাড়া, 
  • শ্যামপুর ১ নম্বর ব্লকের রাধাপুরের চাউলিয়া, 
  • বাণেশ্বরপুর ১-এর টেটিখোলা, 
  • শ্যামপুর ২ নম্বর ব্লকের নাকোল কনটেনমেন্ট জোন।

  • আমতা ১ নম্বর ব্লকের নাপিতপাড়া, সিরাজবাটি, মেলাইপাড়া, 
  • আমতা ২ নম্বর ব্লকের জয়পুর ঝামটিয়া, 
  • বাগনান ২-এর বাঁটুল বৈদ্যনাথপুরের বীরকূল মৌজার দাসপাড়া, সাঁকরাইল-এর 
  • বাণীপুর ১-এর ওল্ড পোস্ট অফিস, পঞ্চাননতলা নতুনপাড়া কনটেনমেন্ট জোন।

  • উদয়নারায়ণপুরের হরালি, কুরচি শিবপুর, সিংটি, পাঁচারুল, দেবীপুর, গড় ভবানীপুর সোনাতলা, ভবানীপুর বিধিচন্দ্রপুর, কানুপাট মনসুকা, খিলা, হরিশপুর, ভবানীপুর বিধিচন্দ্রপুরের কুলটিকারি, কনটেনমেন্ট জোন।

  • ডোমজুড়ের শেখ পাড়া, 
  • বেগরি ১-এর শঙ্করিদহ ঘোষপাড়া, 
  • জগত্‍বল্লভপুরের পাতিয়ালের শিবরামপুর, 
  • বড়গাছিয়া ২-এর মনসিংহপুর, 
  • ইসলামপুর-এর পূর্ব ইসলামপুর, 
  • সিলডাঙার ইছাপুর, রংমহল, ত্রিপুরাপুর, যমুনাবালিয়া কনটেনমেন্ট জোন।

  • জগত্‍বল্লভপুরের লস্করপুরের নস্করপুর, সিদ্ধেশ্বর, 
  • একাব্বরপুর, উলুবেড়িয়া ১-এর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি মোড়, 
  • হাতগাছিয়া ২ - এর বাউরিয়ার সুন্দরপুর, 
  • উলুবেড়িয়া ২-এর খলিসানি দাসপাড়া সংসদ থেকে খলিসনি/৩  
  • বাউরিয়ার সুন্দরপুর